
নিজস্ব প্রতিবেদক :::
‘ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার পরিছন্নতার বিকল্প নাই’ শ্লোগানে মিরসরাই পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে পৌরসভার উদ্যোগে উপলক্ষে একটি র্যালী বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু, কাউন্সিলর রহিম উল্যাহ, সচিব সমর কান্তি চাকমা, সহকারী প্রকৌশলী পরাক্রম চাকমা সহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারীগণ। র্যালী শেষে অতিথিবৃন্দ মশক নিধন ওষুধ স্প্রে ও ময়লা পরিষ্কার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সচিব সমর কান্তি চাকমা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার ৯টি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন স্প্রে করার পাশাপাশি পরিষ্কার পরিছন্নতা অভিযান অব্যাহত থাকবে।